ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
নয়জন স্কুলবন্ধু মিলে বেড়াতে গিয়ে রোববার দুপুরে ময়মনসিংহের ত্রিশালের কানিহারী ইউনিয়নের বারইগাঁও এলাকায় ব্রহ্মপুত্র নদীতে ডুবে নিখোঁজ হন শিক্ষার্থী তামিম। দীর্ঘসময় ফায়ার সার্ভিসের ডুবুরী কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে ঘটনার পরদিন সোমবার বিকেলে তামিমের মরদেহ উদ্ধার করেন।
বন্ধুদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে তামিমকে উদ্ধারের চেষ্টা চালাতে থাকলে খবর পেয়ে বিকেল তিনটার দিকে গফরগাঁও ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার কার্যক্রম শুরু করেন। ৪ ঘন্টা চেষ্টা চালিয়েও তামিমের মরদেহ উদ্ধার করা সম্ভব না হওয়ায় সন্ধ্যা ৭ টায় তা স্থগিত করা হয়। সোমবার উদ্ধার কার্যক্রম চলতে থাকলে বিকাল সাড়ে তিনটার দিকে উদ্ধার হয় তামিমের মরদেহ। উদ্ধারের পর ত্রিশাল পৌরশহরের দরিরামপুর ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম কাউসার সিদ্দিকের ছেলে তামিমে
র লাশ নিয়ে স্বজনরা বাসায় ফিরলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, প্রায় ১০ ঘন্টা তল্লাশির পর তামিমের মরদেহের সন্ধান মেলে।