রফিক বিশ্বাস, তারাকান্দা থেকে : ময়মনসিংহের তারাকান্দায় বাশঁকাটা কেন্দ্র করে জাহানারা বেগম (৪৫) নামে এক মহিলাকে কুপিয়ে ও পিঠিয়ে খুন করেছে ভাশুর-দেবর। এ সময় স্ত্রীকে উদ্ধার করতে গেলে ওই মহিলার স্বামী মোঃ ইদ্রিছ আলীকে কুপিয়ে ও পিঠিয়ে গুরুতর আহত করে।
জানা গেছে, উপজেলার উপজেলার রামপুর ইউনিয়নের বাহেলা গ্রামের মৃত লাল হোসেন খাঁ পুত্র ইদ্রিস আলীর সাথে সহোদর ভাই সিদ্দিকুর রহমান ও হাবিবুর রহমানের সাথে জমাজমি ভাগবন্টন নিয়ে বিরোধ সৃষ্টি হয়। গত সোমবার ইদ্রিস আলী পৈত্রিক জমিতে থাকা বাশঁ কাটতে গেলে তাঁর বড় ভাই সিদ্দিকুর রহমান বাঁধা দেয়। এ নিয়ে বাকবিতন্ডায় হয় এবং ইদ্রিছ আলীকে হত্যার হুমকি দেয়। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ইদ্রিছ আলী স্থানীয় বাজার থেকে বাজার নিয়ে বাড়িতে ফিরে। এসময় পূর্ব সত্রুতার জের ধরে সহোদর ভাই সিদ্দিক মিয়া ও হাবিবুর রহমানসহ ৮/১০ জন ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে ইদ্রিছ মিয়াকে (৫০) কে তার ঘরে ঢুকে জখম করে। জাহানারা বেগম স্বামীকে উদ্ধার করতে গেলে তাকেও কুপিয়ে এবং পিঠিয়ে গুরুতর জখম করে ওই বাঁশ ঝারের নিচে ফেলে রাখে।
নিহতের মেয়ে ঝর্ণা আক্তার (২২) ও তামান্না আক্তার (১৪) জানায়, গুরুত্বর আহত অবস্থায় জানানারা বেগম ও ইদ্রিছ আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর মা জাহানারা কে মৃত ঘোষণা করে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। মামলার প্রস্তুতি চলছে।