স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর উদ্যোগে বুধবার ১ জুন বেলা ১১ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২২ এর এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।
সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, কোন শিশু যেন ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন থেকে বাদ না যায় সে বিষয়ে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করতে হবে। বিশেষ করে ভাসমান জনগোষ্ঠীর কোন শিশু বাদ না পড়ে সে বিশেষ নজর রাখতে হবে।
এ সময় তিনি ক্যাম্পেইনের সফলতায় সম্ভব্য সকল মাধ্যমে প্রচারণার জন্য নির্দেশ প্রদান করেন এবং যার যার ব্যক্তিগত পর্যায় থেকে ক্যাম্পেইনের তথ্য ছড়িয়ে দেওয়া ও ভিটামিন ক্যাপসুল গ্রহণে উদ্বুদ্ধ করার আহবান জানান।
প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ইতোপূর্বে প্রায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করেছে। মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু এ ক্যাম্পেইন পরিচালনায় সার্বিক নির্দেশনা দিয়েছেন। আশা করা যায় সিটি কর্পোরেশন এর প্রস্তুতি এবং সকলের সহযোগিতা এবারও শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
উল্লেখ্য, আগামী ১২ থেকে ১৬ জুন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডের ৩০১ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩৪১ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ১২১ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় সিটি কর্পোরেশন এর সচিব রাজীব কুমার সরকার, পরিচালক স্বাস্থ্য কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ ইসরাত জাহান, সিভিল সার্জন কার্যালয়ের উপপরিচালক ডাঃ পরীক্ষিত পাল, বিভিন৷ এনজিও প্রতিনিধি, মসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসারবৃন্দ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।