তারাকান্দায় বক্স কালভার্ট ভাঙা, দুর্ঘটনার ঝুঁকি

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুন ১২, ২০২২
রফিক বিশ্বাস, তারাকান্দা (ময়মনসিংহ) থেকেঃ
ময়মসিংহের  তারাকান্দায় বক্স কালর্ভাটের স্লাব ভেঙে যাওয়ায় পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা এলজিইডি পাকা রাস্তা হইতে ময়মনসিংহের সদর উপজেলার চরনিলক্ষিয়া ইউনিয়নের শাহবাজপুর  বাউশি বাজার পর্যন্ত সংযোগ সড়কের  চরকৃষ্ণপুর গ্রামে বক্স কালর্ভাটটি দুই পাশে ভেঙে দুটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ওই সড়কে যানবাহন চলাচল ও এলাকার লোকজনের ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। এই রাস্তা দিয়ে স্থানীয় কৃষক ও মৎস্য চাষীরা তাদের উৎপাদিত মালামাল ট্রাক বা পিকআপ ও সিএনজি যোগে আনা নেওয়া করতে পারছেনা। বক্স কালর্ভটি ভাঙা থাকায় মোটরসাইকেল ছাড়া কোন যানবাহন চলাচল করতে পারছে না।
চরকৃষ্ণপুর গ্রামের মো. কাছম আলী ও মোফাজ্জল হোসেন জানান, তিন বছর আগে তৎকালীন ইউপি চেয়ারম্যান এবাদুল হক তালুকদার রনো এই কালভার্টটি নির্মাণ করেন।
বর্তমানে উক্ত সড়ক  পাকা করনের কাজ চলছে। কালভাটের স্লাব ভাংগা  থাকা নির্মান সামগ্রী পরিবহনে  করতে পারছে না।
তারাকান্দা উপজেলা প্রকৌশলী (এলজিইডি ) মোহাম্মদ শফিউল্লাহ  খন্দকার  জানান, এ সড়কে কালভার্ট ভাঙ্গার  বিষয়টি আমার জানা নেই।