নালিতাবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪ দোকান ভস্মীভূত

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের অন্যতম ব্যবসা কেন্দ্র তারাগঞ্জ দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে গেছে। আজ শুক্রবার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার ভোর রাতে বজ্রপাতের সঙ্গে বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পরেই বজ্রপাতের বিকট আওয়াজের সাথে সাথেই তারাগঞ্জ দক্ষিণ বাজারের কাঁচামালের মার্কেটে আগুন জ্বলতে থাকে। আশেপাশের দোকান গুলোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে বাজারের কমিউনিটি পুলিশ টের পায়। খবর পেয়ে নালিতাবাড়ী ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট এসে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে জয়নাল আবেদিন, রেফাজ উদ্দিন, গোপাল চন্দ্র দাস, বদিউজ্জামান, ইসমাইল হোসেন, আব্দুল হাই, কিরণ সাহা, শিশির দাস, রুপালী সরকার, সাধন দাস, ননী মেকারের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। পুড়ে যায় এডভোকেট দীপংকর চন্দ্র সরকারের ‘ল’ চেম্বারে রাখা ৪টি মটর সাইকেল, ৪টি ধান ও মসলা ভাঙ্গার মেশিন, পেয়াজ রসুন আলুর আড়ৎ, গরম মসলার দোকান, ইলেকট্রনিক্স সামগ্রির দোকান ও লন্ড্রী। এতে ক্ষতির পরিমাণ কোটি টাকার উপরে দাড়াবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও নালিতাবাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন চন্দ্র সরকার বলেন, আগুনে ১৫ টি দোকান, চারটি মোটরসাইকেল,পাঁচটি চাল ও মশলা ভাঙার কল সহ একটি ‘ল’ চেম্বার সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক বলেন, ভোর ৪ টা ১২ মিনিটে খবর পেয়েই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। ফায়ারসার্ভিসের ২ টি ইউনিটের প্রায় ২ ঘন্টার চেষ্টায় আমরা আগুন নেভাতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে এর পরিমাণ বাড়তে পারে।

এদিকে সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আশ^াস দিয়েছেন।