স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর শাখার সহ-সভাপতি ইকরামুল হক টিটুর রোগ মুক্তি কামনায় বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর নগরীর টাউনহল এড তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পুর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট কবির উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড ফরিদ আহাম্মদ, যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, দফতর সম্পাদক আবু সাইদ দীন ইসলাম ফখরুল, শ্রম বিষয়ক সম্পাদক এড আবু বকর সিদ্দিক, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, এড জিয়াউল হক সবুজ, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহরিয়ার মোঃ রাহাত খান, শাহ শওকত ওসমান লিটন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, যুব মহিলা লীগের আহবায়ক অধ্যাপক বিলকিস খানম পাপড়ী, যুগ্ন আহবায়ক স্বপ্ন খন্দকার, জেলা শ্রমিক লীগের আহবায়ক রাকিবুল ইসলাম শাহীন, মহানগর কৃষক লীগের সহ সভাপতি নুর আলী তালুকদার, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন, সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন। বাদ মাগরিব জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহরিয়ার মোঃ রাহাত খান ও শাহ শওকত ওসমান লিটনের আয়োজনে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর শাখার সহ-সভাপতি ইকরামুল হক টিটুর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।