ফুলবাড়ীয়া পৌরসভার ৩ হাজার কার্ডধারী পেল ১০ কেজি করে চাল

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২২

ফুলবাড়িয়া ( ময়মনসিংহ) প্রতিনিধি :

এবারের ঈদুল আযহায় পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের ২৬ হাজার৩৩ জন হতদরিদ্র পাবে ১০ কেজী করে চাল।

মঙ্গলবার ফুলবাড়িয়া পৌরসভার ৩ হাজার ৮১ জন হতদরিদ্র মানুষ ১০ কেজী করে চাল পেয়েছেন বলে জানান পৌর মেয়র গোলাম কিবরিয়া।
উপজেলা প্রকল্প অফিস জানায়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা ভিজিএফ কার্যক্রমের আওতায় এবারের ঈদ-উল-আযহা উপলক্ষে ফুলবাড়িয়া পৌরসভাসহ ১৩ ইউনিয়নে২৬ হাজার ৩৩ জন দরিদ্র মানুষ ১০ কেজী করে চাল পাবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাখাওয়াত হোসেন বলেন, প্রতিবারের মতোএবারের ঈদে দরিদ্র পরিবারগুলোর প্রত্যেককে ১০ কেজী করে চাল দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। আজ বুধবার ইউনিয়নগুরোর মধ্যে উপজেলার পুটিজানা ইউনিয়নে হতদরিদ্র ২ হাজার ৩ শ ৯৫ জন কার্ডধারী প্রত্যেকে ১০ কেজী করে চাল পাবে। একই দিনে বালিয়ান ইউনিয়নের ২ হাজার ৩শ ৪৫ জন দরিদ্র মানুষ ও চাল পাবে।

চলতি মাসের ৫ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ভিজিএফ চাল বিতরন কার্যক্রম চলবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম।