ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলাকালে সরকারি নজরুল একাডেমি মাঠে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবির (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলছিল সরকারি নজরুল একাডেমি মাঠে। দুপুর থেকেই ওই আয়োজনকে ঘিরে প্রার্থীদের সমর্থকরা ছাড়াও জেলা ও বিভিন্ন উপজেলার লোকজন সমবেত হতে থাকে নজরুল একাডেমি মাঠে। বিকেল সাড়ে ৩টার দিকে একদল দুর্বৃত্ত আবির নামে ওই যুবকের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় আবিরের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পরিচিতরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ঘটনাটি সরকারি নজরুল একাডেমি মাঠেই ঘটেছে বলে জানালেও ঘটনাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিমপাশে ঘটেছে বলে জানায় পুলিশ। নিহত ওই যুবক ময়মনসিংহ শহরের কৃষ্টপুর এলাকার ভা্গংারি ব্যবসায়ি আবুল কালামের ছেলে বলে জানা গেছে।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবির (১৮) নামে এক যুবক মারা গেছে। তবে ওই হত্যাকান্ডের কারন এখনো জানা যায়নি।