জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার : ‘বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় শেরপুরের নকলায় কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৬ জুলাই মঙলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপি এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বুরহান উদ্দিন।
উপজেলা পরিষদ মুক্তমঞ্চে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ।
বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।
মেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছ এবং উৎপাদিত কৃষিপণ্য ও বালাই ব্যবস্থাপনা নিয়ে ১৬ টি স্টল স্থাপন করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান মানুষকে বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করাই এ মেলার মূল উদ্দেশ্য।