স্টাফ রিপোর্টার : সিটি কর্পোরেশন দুর্যোগ সাড়াদান সমন্বয় গ্রুপ সভা বুধবার ২৭ জুলাই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে স্থিতিস্থাপক, অন্তর্ভুক্তিমূলক এবং উদ্ভাবনী শহর প্রকল্প, পর্যায়-২ (রেজিলিয়েন্ট, ইনক্লুসিভ এন্ড ইনোভেটিভ সিটি’স ইন বাংলাদেশ প্রকল্প, ফেইস-॥ এর দুর্যোগ সাড়াদান সমন্বয় গ্রুপ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এসময় মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, ময়মনসিংহ নগরীকে একটি বাসযোগ্য নগরী গড়তে হলে শতভাগ দুর্যোগ মোকাবেলা করতে হবে। দুর্যোগের মুল কারণগুলো জানতে হবে। পরিবেশ বান্ধব কার্যক্রম গ্রহণ করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গুলো দুর্যোগ ঝুকি ব্যবস্থাপনায় গুরুত্বপর্ণ ভুমিকা পালন করতে হবে।
সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোঃ ইউসুফ আলী (যুগ্ম সচিব) স্বাগত বক্তব্য রাখেন। এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের প্রজেক্ট কো-অডিনেটর আব্দুল বাকী মুল প্রবন্ধ উপস্থাপনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোঃ মতিয়ার রহমান, মসিকের দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি নিয়াজ মোর্শেদ, দৈনিক স্বজন পত্রিকার বার্তা সম্পাদক মোঃ কামাল হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি মোঃ মাহবুবুল আলম।