এম উজ্জ্বল (নালিতাবাড়ী) শেরপুরঃ
শেরপুরের নালিতাবাড়ীতে ভারত সীমান্তবর্তী মায়াঘাসি পাহাড়ে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে ছমেদ আলী ওরফে আহালু নামে বৃদ্ধ এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে বন্যহাতির আক্রমণে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত অসীম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে মায়াঘাসি গ্রামের বৃদ্ধ কৃষক ছমেদ আলী গরুর জন্য ঘাস কাটতে মায়াঘাসি পাহাড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। সন্ধ্যা হয়ে এলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে মায়াঘাসির পাথরছিলা পাহাড়ে পিষ্ট অবস্থায় রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, বন বিভাগের লোকজনসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেন ।
পরে রাত দশটার দিকে ওই মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়।
স্থানীয় সূত্র ও বন বিভাগ জানায়, গত কয়েকদিন যাবত বন্যহাতির একটি দল খবারের সন্ধানে মায়াঘাসি পাহাড়ের গহীনে অবস্থান করছে। ধারণা করা হচ্ছে, ঘাস কাটার সময় বন্যহাতির একটি দলের সামনে পড়লে পায়ে পিষ্ট হয়ে মারা যান তিনি।