রফিক বিশ্বাস, তারাকান্দা :
ময়মনসিংহের তারাকান্দায় একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, গতকাল বুধবার দুপুরে তারাকান্দা বাজারে অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা আদায় করেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, মোহাম্মদিয়া এগ্রো এর প্রোপাইটর কে মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ লংঘনের দায়ে ৩০ হাজার টাকা ,
অনন্ত হাসান হীরা ও মোঃ শামীম নামক দুই প্রতিষ্ঠানকে পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার আইন ২০১০ লংঘনের দায়ে ৩ হাজার করে মোট ৬০০০ হাজার টাকা এবং মোঃ নুরুল আমিন’ এর প্রতিষ্ঠানে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এ মোতাবেক ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জিন্নাত শহীদ পিংকি, ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক।