তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে উন্নয়ন এগিয়ে যাচ্ছে।শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে উন্নয়ন এখন বিশ্বের অনেক দেশের জন্য অনুসরণীয় হয়ে আছে। বাংলাদেশ এখন উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বের রোল মডেল।
ময়মনসিংহের তারাকান্দা নবনির্মিত উপজেলা কমপ্লেক্স সম্প্রসারন আওতায় উপজেলা হলরুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উপর আলোকপাত করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের রাষ্ট্র পরিচালনার মাধ্যমে দেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জাতির পিতার আদর্শ আর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন।
তার নেতৃত্বে দেশের রাস্তাঘাট পাকা হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়াই শতবছরের অন্ধকার দূরীভূত হয়েছে।
তার সফল নেতৃত্বের দেশ আজ সারা বিশ্বে প্রশংসিত।
তারাকান্দা স্থানীয় সরকার প্রকৌশলী এলজিইডি বাস্তবায়নে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারন আওতায় উপজেলা হলরুম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত ।
তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন এর সঞ্চালনায় উদ্ভোধনী সভা উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বাবুল মিয়া সরকার প্রমূখ।
জানাযায়, উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের আওতায় ১ কোটি ৫৮ লক্ষ ৪০ হাজার ২ শ ৯৭ টাকা ব্যায়ে উপজেলা হলরুম নির্মাণ করা হয়।
এ ছাড়াও প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি স্হানীয় বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং নিরাপদ স্পেশালাইজড হাসপাতাল এর উদ্বোধন করেন।