জাসদের উদ্যোগে সিপাহী জনতার অভ্যুথান দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২২

স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধের চেতনায় জঙ্গী, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, দুর্নীতিমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ চাই। ৭৫ এর ৭ নভেম্বর সিপাহী জনতার মহানায়ক শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তম লও সালাম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) বিকেলে নগরীর মদনবাবু রোডস্থ দলীয় কার্যালয়ে ঐতিহাসিক সিপাহী-গণ অভ’্যত্থান দিবস উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জাসদ সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট সাদিক হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় মহানগর জাসদ সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, জেলা জাসদ সহ-সভাপতি রতন সরকার, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শিব্বির আহম্মেদ লিটন, মহানগর জাসদ সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান তাপস, সাংগঠনিক সম্পাদক পারভেজ শাহনেওয়াজ লিটন প্রমুখ বক্তব্য রাখেন।

সিপাহী জনতার অভ্যুত্থান দিবসের আলোচনায় জাসদ নেতৃবৃন্দ বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থান ঘটেছিল। এ অভ্যুত্থানের মহানায়ক ছিলেন কর্নেল তাহের ও খলনায়ক ছিলেন জেনারেল জিয়া। খালেদ মোশারফের অভ্যুত্থানের পরেই জাতীয় চার নেতাকে জেলা খানায় হত্যা করার পরেও খুনী ফারুক-রশীদ চক্র মোশতাক-ওসমানী-খালেদ মোশারফের ব্যবস্থাপনায় দেশত্যাগের সুযোগ পায়। যা জাতির কলঙ্কজনক অধ্যায়। তারপরেও খালেদ মোশারফ সেনাপ্রধান হয়েও সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়। ২ নভেম্বরের পর থেকে দেশে কার্যত কোন সরকার না থাকায় দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছিল। এমনই পরিস্থিতিতে তখন কর্নেল তাহের বিল্পবী সৈনিক সংস্থার মাধ্যমে অভ্যুত্থান সংঘঠিত করলেও সা¤্রাজ্যবাদী চক্রান্তে অভ্যুত্থানের ফসল জাসদ ঘরে তুলতে পারেনি। আজো সেই বেইমান জিয়ার অনুসারীরা একই কায়দায় দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।