স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। মঙ্গলবার রাতে ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার জব্দ করে র্যাব। গ্রেফতারকৃত আল আমিন তারাকান্দার সানুড়ার মৃত মনির মিয়া ওরফে মাইন উদ্দিনের ছেলে।
মিডিয়া অফিসার এ.ডি. আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাতে র্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ভৈরব হতে একটি প্রাইভেটকারে করে মাদকদ্রব্য গাঁজা বহন করে ময়মনসিংহের উদ্দেশ্যে নিয়ে আসছে। সেই সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ নগরীর দিঘারকান্দায় প্রাইভেটকার তল্লাশী করে আল আমিন (৩২) নামে একজনকে আটক করে র্যাব। সে তারাকান্দর সানুড়া’র মৃত মনির মিয়া ওরফে মাইন উদ্দিনের ছেলে। তার হেফাজত হতে ১৬ কেজি গাঁজা, ১ টি প্রাইভেটকার উদ্ধার পূর্বক জব্দ করে র্যাব।
তিনি আরও জানান, সে দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।