গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মোস্তাফিজার রহমান গফরগাঁও উপজেলার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মসজিদের ইমাম, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কাশেম, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তাগণ গফরগাঁওয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভবনার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান সমস্যাগুলো সমাধানের এবং সম্ভবনাগুলো বাস্তবায়নের পদক্ষেপ গ্রহনের আশ^াস দেন।