গফরগাঁওয়ে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘন্টাযাত্রী ভোগান্তি

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৩

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের গফরগাঁওয়ে যাত্রীবাহী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন দুই দফায় বিকল হওয়ায় তিনঘন্টা পর ছেড়ে যায় ট্রেন। এতে তীব্র শীতে এই ট্রেনে ভ্রমনকারি কয়েক হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হন। শনিবার (৭ জানুয়ারী) যাত্রীবাহী কমিউটার ট্রেন সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে মশাখালী রেলস্টেশনে যাত্রা বিরতি করে। যাত্রা বিরতির পর ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে মশাখালী স্টেশনে ছেড়ে যাওয়ার পর ওই স্টেশন থেকে ৬ কিলোমিটার দূরে গফরগাঁও উপজেলার বাসুটিয়া গ্রাম এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
এ সময় লোকোমেটিক মাষ্টার হান্নান মিয়া প্রায় ৫০ মিনিট ধরে নানা কসরত করে বিকল ইঞ্জিনটি পূনরায় চালু করে ট্রেনটিকে গফরগাঁও স্টেশনে নিয়ে আসেন। এরপর গফরগাঁও স্টেশনে পূনরায় ইঞ্জিনটি বিকল হয়ে পরে।
ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ইঞ্জিন এসে রাত ৯টা ৪৩মিনিটে যাত্রীবাহী ট্রেনটি উদ্ধারকারি ইঞ্জিনের সহায়তায় দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়।
গফরগাঁও রেলওয়ে ষ্টেশনের স্টেশন মাষ্টার নূরে আলম সিদ্দিকী পলাশ জানান, দেওয়ানগঞ্জগামী যাত্রীবাহী কমিউটার ট্রেন প্রায় ৩০ মিনিট বিলম্বে চলাচল করছিল। ট্রেনের ইঞ্চিনটি দুই দফায় বিকল হয়ে পড়ায় আরো তিন ঘন্টা বিলম্বে রাত ৯টা ৪৩মিনিটে রিলিফ ইঞ্চিনের সহায়তায় ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে গফরগাঁও স্টেশন ত্যাগ করে।