এম উজ্জ্বল, নালিতাবাড়ী, শেরপুর : শেরপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে সহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল (শুক্রবার) রাত সাড়ে ৭ টার দিকে সদরের তাতালপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে ট্রাক আটক, ড্রাইভার পলাতক রয়েছে।
নিহতরা হলেন, নালিতাবাড়ী উপজেলার রফিকুল ইসলাম (৪৫), রাব্বী মিয়া (১২)। রফিকুল ও রাব্বী বাবা ছেলের সম্পর্ক। আহতরা হলেন, নালিতাবাড়ীর মোহাম্মদ আলি (৪৫), হাবিব মিয়া (৩৫), ঝিনাইগাতির শুভ পাল (১৫)।
নিহত রফিকুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের বাসিন্দা। নিহত রফিকুলের একমাত্র ছেলে রাব্বিকে নিয়ে শেরপুর হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়। পরিবারে এখন স্ত্রী রূপসী বেগম ও একটি ছোট্ট কন্যা সন্তান রয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ওসি বছির আহমেদ বাদল।
শেরপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহনেওয়াজ নোমান জানায়, দূর্ঘটনায় তিনজনকে মৃত্যু অবস্থায় রাত আটটার দিকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। আরও তিনজন হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে একজন আশংকাজনক অবস্থায় রয়েছে।
সদর থানার এস আই কামরুজ্জামান জানান, সদর উপজেলার তাতালপুরের বলস্বর ব্রীজের সামনে শেরপুরগামী চালের ট্রাকের সাথে নালিতাবাড়ীগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সিএনজিতে ৬ জন ছিলেন। এতে পিতা পুত্রসহ প্রাণ হারায় তিনজন। আর আহত হয়েছে আরও তিনজন। এ ঘটনায় ট্রাকটি আটক রয়েছে। ট্রাক চালক পালিয়ে গেছে।