ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে এই প্রথম উপজেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে “উপজেলা প্রশাসন ল্যাবরেটরি স্কুল” নামে একটি স্কুল যাত্রা শুরু করেছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন বিআরডিবি অফিস এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্কুল সভাপতি মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এএনএম শোভা মিয়া আকন্দ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মফিজুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম প্রমূখ।
পরে ফিতা কেটে স্কুলটির শ্রেণি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।