মো:কামাল হোসেন : ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০ ফেব্রুয়ারি-২০২৩ উপলক্ষে সাংবাদিকগণের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত। সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন ময়মনসিংহ সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম।
সিভিল সার্জন মোহাম্মদ ডাঃ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ জেলায় ১৩টি উপজেলা ও ২টি পৌরসভা, ১৪৬ টি ইউনিয়নে ৪৩৮ টি ওয়ার্ডের ৩৫১৯টি টিকাদান কেন্দ্রে মোট ৮ লক্ষ ৪৮ হাজার ২৩৯জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এতে থেকে ১১মাস বয়সী ৮৮ হাজার ৪৭০জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭লক্ষ ৫৯ হাজার ৭৭৬৯জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভি সার্জন আরো জানান, প্রথম সারির ৪৩৮জন সুপারভাইজার ও দ্বিতীয় সারির ১৪৮জন সুপারভাইজার ২০ ফেব্রুয়ারি সোমবার দিনব্যাপী ৭হাজার ৩৮জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ক্যাপসুল খাওয়াবেন।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, এক থেকে ৫বছরের একটি শিশুও যাতে বাদ না পড়ে সেজন্য রেলষ্টেশন, বাসষ্টেশন এলাকায়ও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ক্যাপসুল খাওয়ানো হবে । ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমকে সফল করে তুলার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি স্বাভাবিক জ্বর বা কাশি হলে আতংকিত না হয়ে শিশুর পিতামাতাকে স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে বা চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।
এসময় উপস্থিত ডেপুটি সিভিল সার্জন পরীক্ষিত কুমার পাড়, এমওডিসি ডাঃ রেদাউর রহমান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জাবেদ হোসেন, জেলা ইপিআই সুপরিনটেনডেন্ট মোঃ এমদাদুল হক, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহমেদ প্রমুখ।