রফিকবিশ্বাস, তারাকান্দা : ময়মনসিংহের তারাকান্দায় ৫শ মিটার সড়কের জন্য দেড় দেড় যুগেও কাজে আসছে না ৫ লাখ টাকায় ব্যায়ে নির্মিত ব্রীজ।
সরেজমিন ঘুরে দেখা যায়, তারাকান্দা এস,আর অফিস হইতে নারায়নপুর সড়কের তারাকান্দা পৃর্বপাড়া ফকিরের মোড়ের পৃর্বপাশে ১৯৮৮ সনে বন্যা রাংসা নদীর বাধ ভেংগে সড়কটি বিলুপ্তি হয়ে ডোবার সৃষ্টি হয়। যার ফলে ধলিরকান্দা আংশিক, নন্দিপুর, দর্জিপুর,বনপলাশিয়া, নারায়নপুর গ্রামের লোকজন বিকল্প সড়কে চলাচল করে। এ ছাড়া আশপাশের লোকজন বিকল্প রাস্তা এক বাড়িব সামনে ব্যাক্তিগত জমির উপর দিয়ে যাতায়ত করে।২০০৪ সনে ফেব্রুয়ারী মসে ৫লাখ টাকা ব্যায়ে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি)অর্থয়ানে ও এলজিইডি বাস্তবায়নে ব্রীজ নির্মান করা হয়। ব্রীর দু,পাশে মাটি না থাকায় যানবাহন তো দুরের কথা, লোকজনই যাতায়ত করতে পারছে না। এ ছাড়া ব্রীজের পৃর্বপাশে মুল সড়কের সাথে ৫০মিটার সংযোগ সড়ক না থাকায় দেড় যুগেও কাজে আসছে না ৫ লাখ টাকার ব্রীজ।