তারাকান্দা ( ময়মনসিংহ ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দার পল্লীতে বীর মুক্তিযোদ্ধা পরিবারের জমি বে দখলের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার কামারগাও ইউনিয়নের উলামাকান্দী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল গণির স্ত্রী আম্বিয়া বেগম ও তার পুত্র মোঃ জামাল এর নামে উলামাকান্দীর মৌজার ১নং খাস খতিয়ানের ১৫৬৬ দাগে ২৫ শতাংশ করে মোট করে মোট ৫০ শতাংশ জমি ২০২১ শনের ১৭ই ফেব্রুয়ারি তারাকান্দা সাব রেজিষ্টি অফিসে বন্দোবস্ত দলিল সম্পাদন হয়।যার দলিল নাম্বার ২২১ নং ও ২৩৮ নং উক্ত ভূমি মুক্তিযোদ্ধা পরিবার আজও ভোগদখল করতে পারেনি।
বীর মুক্তিযোদ্ধার স্ত্রী আম্বিয়া বেগম জানান, উক্ত জমির দলিল সম্পাদনা হলেও একই গ্রামের মৃত হামেদ আলীর পুত্র প্রভাবশালী সরাফ উদ্দিন বে-দখল করে রাখে।
উক্ত ভূমি উদ্ধারের জন্যে আম্বিয়া বেগম ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করে।
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য ও অভিযোগ শাখার সহকারি নাসরিন সাক্ষরীত ০৫,৪৫,৬১০০,০২০,০২,০১৩,২৩,২৪ স্মারকে ২৫ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করে ৭ দিনের মধ্যে এ দপ্তর কে অবহিত করার নির্দেশ দেন।তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত জানান,ইউপি চেযারম্য্যনকে দায়িত্ব দেয়া হয়েছে। ৭দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।