গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর উত্তরপাড়া এলাকা থেকে মঙ্গলবার (২৮মার্চ ২০২৩) গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে বাঁশঝাড় থেকে গাঁজার লাউ (গাঁজা দিয়ে তৈরি মিষ্টি লাউ আকৃতির গোলাকার কুন্ডলী) ৭টি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হাসনপুর উত্তরপাড়া গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র মো. এরশাদ মিয়া (৩২) গ্রেফতার করা হয়ছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের এরশাদ মিয়ার বাড়ির সামনে গেলে গাঁজার বস্তা নিয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করে। ওর বাড়ির পিছনের বাঁশঝাড়ের নিচ থেকে প্লাস্টিক বস্তায় খাকি রঙের কসস্টেপে মোড়ানো ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গৌরীপুর থানার মামলা হয়েছে। গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মো. শাহ জালাল জানান, মিষ্টি লাউ-কুমড়া আকৃতির ৭টি প্যাকেট বস্তার ভিতর পাওয়া যায়। প্রত্যেকটি প্যাকেটের ওজন ৭ কেজি। তিনি আরও জানান, এ অভিযানে সঙ্গে ছিলেন গৌরীপুর থানার এএসআই মো. দেলোয়ার হোসেন, এএসআই শাহীনুল বারী, এএসআই শাহাদাত হোসেন।