কলি হাসান, দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি :
‘‘শেখ হাসিনার স্বপ্নের বাস্তবায়ন-বৈকালিক চিকিৎসা সেবার উদ্বোধন’’ এই প্রতিপাদ্যে দেশের সরকারি হাসপাতালে রোগীদের বৈকালিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রাথমিকভাবে পাইলটিং আকারে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে ১২টি জেলা এবং ৩৯টি উপজেলার সরকারি হাসপাতালে এ কার্যক্রমের মধ্যে ময়মনসিংহ বিভাগের ৪ জেলার জামালপুর জেলা সদর হাসপাতাল, সরিষাবাড়ি, শেরপুরের নকলা, ময়মনসিংহের গফরগাঁও এবং নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সেবার উদ্বোধন করা হয়।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন পুর্ব আলোচনায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সজিব রায়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মো. সেলিম মিয়া, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ শেখ ফারহানা ইসলাম, জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ মোমেন হাসনাইন, আবাসিক মেডিক্যাল অফিসার (ভারঃ) ডাঃ তানজিরুল ইসলাম, প্যানেল মেয়র নুরুল আকরাম খান, আ‘লীগ নেতা মো. আলী আজগর, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল প্রমুখ।