ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ধোবাউড়ায় দক্ষিন মাইজপাড়া ইউনিয়নে হতদরিদ্রদের জন্য বিজিএফ কর্মসূচির আওতায় বরাদ্দকৃত মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল ক্রয় করে চারুয়াপাড়া বাজারে রবি , আবেদ আলী, আব্দুল কাদির, তারি ভাই সাদির, মান্নান এবং আব্দুল আওয়াজ এর দোকানে মজুত করে রাখার সময় প্রায় ৫ টন চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন। এসময় একজনকে হাতেনাতে আটক করেন থানা অফিসার ইনচার্জ টিপু সুলতান। এদিকে পরিষদের সামনে বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় সুবিধাবঞ্চিত মানুষ অভিযোগ করছে, প্রতিবছর আমরা কার্ড পায় এবার আমরা কার্ড পায়নি, সব বিক্রি করে দিছে। স্থানীয়রা বলেন প্রতিবছরের অর্ধেক কার্ড ধারীর উপস্থিতি নেই এবছর। কারণ কার্ড বিতরণই কমে হয়েছে। এনিয়ে ইউপি চেয়ারম্যান হুমায়ুন সরকার বলেন, আমি প্রতি কার্ডদারীদের মাঝে ১০ কেজি হারে সুষ্ঠু ভাবে চাল বিতরণ করছি। চাল উত্তলন করার পর কার্ডদারীরা হয়তো বাহিরে চাল বিক্রি করছে, এবিষয়ে আমি কিছু জানিনা। জানতে পারলাম, বিক্রিকৃত চাল চারুয়াপাড়া বাজারে মজুত রাখার সময় উপজেলা নির্বাহী অফিসার জব্দ করেছেন। অফিসার ইনচার্জ টিপু সুলতান বলেন, জব্দকৃত চাল এবং আটককৃতের বিরুদ্ধে মামলা রুজু করার প্রস্তুতি চলছে। এব্যপারে উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন বলেন, বিতরণ কার্যক্রম পরিদর্শন করার সময় চাল ক্রয় করার গোপন সংবাদের ভিত্তিতে চারুয়াপাড়া বাজারে দোকান থেকে বেশকিছু চাল জব্দ করা হয় এবং একজনকে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা পক্রিয়াধীন।