ফুলপুরে পাগলীর যমজ সন্তান প্রসব

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, মে ১৪, ২০২৩

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ফুলপুর হাসপাতালে ভবঘুরে এক পাগলীর রোববার সকালে যমজ দুই কন্যা সন্তান প্রসব হয়েছে।

জানা যায়, ভবঘুরে এক যুবতী (২০) পাগলী প্রায় এক বছর ধরে ফুলপুর ও আশপাশ এলাকায় ঘোরাফেরা করে ফুটপাতে রাত্রি যাপন করত। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে যায়। পরে তাক্ওয়া অসহায় সেবা সংস্থার পরিচালক সাংবাদিক তপু রায়হান রাব্বি প্রায় একমাস আগে তাকে ফুলপুর হাসপাতালে নিয়ে যান। এরপর থেকে সে হাসপাতালের তত্ত্বাবধানে ছিলো। রোববার সকাল ৮টা ২০ ও ২৫ মিনিটে ২টি কন্যা সন্তান প্রসব করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর জানান, তার বাড়ি হালুয়াঘাট ছাড়া কিছুই বলতে পারেনা। ২৮দিন ধরে আমাদের তত্ত্বাবধানে ছিলো। মাঝেমধ্যে এদিক সেদিক চলে যেতো। আজ যমজ সন্তান প্রসব হয়েছে। বাচ্চা অপরিপক্ক থাকায় আমাদের অফিস সহকারীর তত্ত্বাবধানে চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে।