শ্যামল চৌধুরী মোহনগঞ্জ প্রতিনিধিঃ গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে অন্যান্য স্হনের মতো মোহনগঞ্জের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রৌদ্র প্রভাবে অনেক জায়গার পানি নামতে শুরু করলেও বিভিন্ন জায়গায় এখনো জলাবদ্ধতা রয়েছে। সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মোহনগঞ্জের তেতুলিয়া ইউনিয়নের তেতুলিয়া গ্রাম চিরে যাওয়া সড়ক এখনো জলমগ্ন রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় যে, সড়কের পূর্ব তেতুলিয়া অংশ এখনো পানির নীচে। এ অংশে এখনো হাঁটু পরিমাণ পানি রয়েছে। হাওর পাড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এলাকাবাসী জানান, পানি ধীরগতিতে নামছে। রৌদ্র অব্যাহত থাকলে শীঘ্রই জলমগ্ন সড়ক ভাসবে ও যাতায়াত উপযোগী হতে পারে।