তারাকান্দায় কালীয়ান নদীর ওপর বাঁশের সাকোঁ ১১ গ্রামের মানুষের ভরসা

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৩

রফিক বিশ্বাস, তারাকান্দা (ময়মনসিংহ)  থেকে: ময়মনসিংহের তারাকান্দায় কালীয়ান নদীর ওপর বাঁশের   সাকোঁ ১১ গ্রামের মানুষের ভরসা।স্থানীয়রা জানান, তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের  কালীয়ান নদীতে ব্রীজ না থাকায়  বাঁশের সাকোঁপারাপার করে  কালনীকান্দা,চরপাড়া,গড়পাড়া,চাড়িয়া, আশ্বিয়া,রায়জান,বাহিরকান্দা,ওয়াই,নাকিজানি,অনন্তপুর ও চংনাপাড়া গ্রামের মানুষ নদী পাড়ি দিচ্ছে।

 প্রতি বছর বর্ষা মৌসুমে মানুষের ভোগান্তির চরম আকার ধারন করে।
  এলাকার হাজার হাজার মানুষের যুগের পর যুগ এ নদীর ওপর  সেতু নির্প্রমানের দাবী করলেও নির্বাচনের পৃর্ব জনপ্রতিনিধি প্রার্থীরা  আশ্বাস দিলেও নির্বাচনের পর কেউ খোজখবর নেয়নি।
 মুমূর্ষু রোগী কিংবা প্রসূতি মায়েদের ময়মনসিংহ বা উপজেলা  হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ১০ কিলোমিটার ঘুরে হাসপাতালে নিয়ে যেতে হয়।
এছাড়াও স্কুল, কলেজ,মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ভোগান্তি তো আছেই। গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির নির্বাচনী এলাকা  এ নদী ওপর ব্রীজ নির্মাণ করার জন্য স্থানীয়রা জোড় দাবি জানিয়েছেন।