হালুয়াঘাট ধান্য ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৩

এম.এ খালেক হালুয়াঘাট :
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে ঐতিহ্যবাহী ধান্য ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর ত্রী- বার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৮ সেপ্টেম্বর শুক্রবার ধান্য ব্যবসায়ী নিজস্ব কার্যালয়ে সকাল নয়টা টা হতে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে বিশিষ্ট ব্যবসায়ী ও হালুয়াঘাট প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির মানিক চেয়ার প্রতিক নিয়ে ৪২ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাজী মোহাম্মদ আব্দুর রফিক ছাতা প্রতিক নিয়ে ২৮ ভোট পেয়েছেন,সহ-সভাপতি পদে খায়রুল বাশার বুলবুল চাকা প্রতিক নিয়ে ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল ইসলাম শিকদার রিক্সা প্রতিক নিয়ে পেয়েছেন ২৭ ভোট,সাধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান মাসুদ গরুর গাড়ি প্রতিক নিয়ে ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো.আনোয়ার হোসেন দেয়াল গড়ি নিয়ে পেয়েছেন ৩৬ ভোট এছাড়া অন্যান্য প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এসময় দ্বিতীয়বারের মতো নির্বাচিত সভাপতি হুমায়ুন কবির মানিক এর প্রতিবেদককে জানান, আমি গত নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে সমিতির সদস্যদের সাথে পরামর্শ ক্রমে সমিতির বিভিন্ন উন্নয়ন মূলক কাজ সহ সার্বিক দিক পরিচালনা করেছি, তারই প্রতিফলক হিসেবে সমিতির সম্মানিত সদস্যরা আবার দ্বিতীয়বারের মতো আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন,আমি সকল সম্মানিত সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করছি,এছাড়াও ধান্য ব্যবসায়ী সমিতিকে আরও সামনে কিভাবে গতিশীল করা যায় আমি সকল সদস্যদের পরামর্শ ক্রমে কাজ করে যাব।

নির্বাচন পরিচালনার দায়িত্ব ছিলেন সমবায় কর্মকর্তা মো.কামরুল হুদা,বিকাশ সরকার ও মো:মাসুদ মিয়া।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য কাঞ্চন কুমার সরকার