শহীদ শেখ রাসেলের জন্মদিনে রিকের আয়োজনে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩

স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ময়মনসিংহ এরিয়া ও ময়মনসিংহ জোন কর্তৃক আয়োজিত মাসকান্দা আবাসিক এলাকা ময়মনসিংহ এরিয়া কার্যালয় গতকাল সকালে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়। রিকের এরিয়া ম্যানেজার আলেছ মিয়ার সভাপতিত্বে উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জোনের জোনাল ম্যানেজার মোঃ নুরুজ্জামান। এ সময়ে তিনি তার প্রধান অতিথির বক্তৃতার বলেন, আজ শহীদ শেখ রাসেল বেঁচে থাকলে বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ হয়ে গড়ে উঠত। কিন্তু নিয়তি নির্মম পরিহাস যে বঙ্গবন্ধু শেষ মুজিবুরসহ উক্ত নির্মম দিনে তার শিশু কনিষ্ঠ পুত্র রাসেলকেও ঘাতকরা বাঁচতে দেয়নি এটি একটি নিষ্ঠুরতা বলে আমরা মনে করার পাশাপাশি উক্ত হত্যার তীব্র নিন্দা তার পরিবারের সকলের রুহের মাগফেরাত কামনা করি। এ সময়ে উক্ত অনুষ্ঠানে সভাপতি আলেচ মিয়ার তার বক্তৃতায় বলেন আজ শহীদ শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে ধিক্কার ও হত্যাকান্ডের প্রতিবাদসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করি। তিনি আরোও বলেন শহীদ শেখ রাসেলের স্বপ্নকে ঘাতকরা হত্যা করে সে স্বপ্ন পুরন হতে দেয়নি এটি একটি বেদনাদায়ক ও দুঃখজনক ঘটনা বলে আমরা মনে করি। শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে রিকের ময়মনসিংহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।