কেন্দুুয়ায় সিএনজির চাপায় নারীর মৃৃত্যু

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩

কেন্দুুয়া ( নেত্রকোণা) প্রতিনিধি :

নেত্রকোণার কেন্দুুয়ায় এক সিএনজি চালিত অটোরিকশার চাপায় আরেক সিএনজি যাত্রী সুফিয়া খাতুন (৫৫) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এঘটনাটি রোববার সকাল সাড়ে ৭ টার দিকে কেন্দুুয়া-আঠারবাড়ি সড়কের ফেনারগাতি মোড় এলাকায় ঘটে।

নিহত সুফিয়া খাতুন কেন্দুুয়া উপজেলার বলাইশিমুল ইউপির উলুহাটি গ্রামের মালেক মিয়ার স্ত্রী। এসময় নিহতের স্বামী মালেক মিয়া ও নাসিমা আক্তার নামে আরেক নারী গুরুতর আহত হয়েছে।

সুত্রে জানায়, জীবিকার তাগিদে মালেক মিয়া স্বপরিবারে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় বসবাস করতেন। ওইখানের আয়রোজগার দিয়ে তার গ্রামের বাড়িতে কিছু জমিজমা বন্ধক রাখেন। চলতি আমন মৌসুমে ওই জমির পাকা ধান কাটা ও মাড়াই কাজ করতে রোববার ভোররাতে সিএনজি যোগে গাজীপুর থেকে স্বপরিবারে বাড়ি ফিরছিলেন। ফেনারগাতি মোড় এলাকায় পৌঁছলে নিহতের পরিবারকে বহনকারী সিএনজিটির সামনের মোটরসাইকেলকে
ওভারটেক করতে গিয়ে সিএনজিটি রাস্তায় উল্টে পড়ে যায়। পরে যাত্রীরা তাড়াহুড়ো করে বের হয়ে শরীর ঝাড়াঝাপটা করাকালীন সময়ে বিপরীত দিক থেকে আসা আরেক সিএনজির চাপা দিয়ে সুফিয়া খাতুন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কেন্দুুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এব্যাপারে কেন্দুুয়া থানার উপপরিদর্শক (এসআই) তানভীর জানান,লাশ উদ্ধারসহ সুরতহাল রিপোর্ট তৈরী করা হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষে পরামর্শে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।