তারাকান্দায় সড়কের কাজ না করে ২ বছর ধরে ঠিকাদার উধাও

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৩
রফিক বিশ্বাস, তারাকান্দা :
 ময়মনসিংহের তারাকান্দায় ২কিঃমিঃ সড়কের কাজ সপন্ন না করে ঠিকাদার উধাও রয়েছে।  ফলে  পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
জানা গেছে,   ময়মনসিংহ – নেত্রকোনা  সড়কের উপজেলার আরএন্ড এইচ (কাশীগন্জ  – অম্বিকাগন্জ জিঃসিঃ সড়কের  বালিখা বাজার হইতে ঢাকিরকান্দা শেষ সিমানা পর্যন্ত সড়কটি ২০১৮ সনের ৬ অক্টোবর  কাজ শুরু হয়। এলজিইডি বাস্তবায়নে এ সড়ক পাকা হলেও বালিখা বাজার হতে পারুলীতলা পর্যন্ত ২কিঃমিঃ সড়কে সুরকি, বালির সলিং  করে   কার্পটং না করে  ঠিকাদার উধাও রয়েছে।  এ ছাড়া পারুলীতলা হতে ঢাকিরকান্দা শেষ সিমানা পর্যন্ত সড়কটির কাজ না হওয়া সরকারের সুফল পাচ্ছেনা জনসাধারণ।
ঢাকিরকান্দা বাজারের ব্যবসায়ী সারোয়ার হোসেন, রবউল হক,শিক্ষক রফিকুল ইসলাম, ও পারুলীতলা গ্রামের মোখলেসুর রহমান, আবুবক্কর ছিদ্দিক জানান,সামান্য সড়ক কার্পেটিং না করা ২ বছর ধরে ধুলাবালি,ইটের গুড়া চোখেমুখে পড়ে  যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মোঃ জোবায়ের হোসেন জানান, ওই সড়কের বাকী অংশ টেন্ডার  হওয়ার পর  ঠিকাদার  মনোনীত হয়েছে। সরকারের সাথে চুক্তি হলেই কাজ শুরু হবে।