ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যালী শ্যামলেন্দু কুমার চক্রবর্তী প্রার্থীতা ঘোষনা করেছেন।
বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আমিরিকা প্রাবাসী শ্যামলেন্দু কুমার চক্রবর্তী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোননয়ন চাইবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি ১৯৭৯ সালে জগন্নাথ হল ছাত্র সংসদে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৮২ সাল থেকে তিনি আমিরিকার ষ্ট্রিট বেলেরোজ নিউইয়র্ক আওয়ামীলীগ কমিনিটির রাজনীতির সাথে সম্পৃক্ত। সে পৌর সহরের দত্তপাড়ার ডাক্তার জ্ঞানেন্দু কুমার চক্রবর্তীর পুত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি এস সি (অনার্স) এবং নিউইয়র্ক সিটি ইউনির্ভাসিটি থেকে গ্র্যাজুয়েশন লাভ করেন।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাফির উদ্দিন আহম্মেদ,যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের জি এস মোখলেছুর রহমান প্রমুখ।