ফুলপুরে ক্রেতা শূন্য মাছের বাজার

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৩
মোঃ মিজানুর রহমান আকন্দ (ফুলপুর,ময়মনসিংহ) :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার মাছের বাজারে ক্রেতা সংকট দেখা দিয়েছে। বাজারগুলোতে স্থানীয় মাছের কিছু আমদানি থাকলেও ক্রেতা সংকটে পড়েছেন মাছ ব্যবসায়ীরা। এ সংকটের কারণ হিসেবে হরতাল ও অবরোধকে দায়ী করছেন ব্যবসায়ীরা।
অপরদিকে, দ্রব্যমূল্যের উর্ধগতি ও মাছের চড়া দামকে দায়ী করছেন ক্রেতারা। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খাল-বিল, কংশ নদ ও খড়িয়া নদীর কিছু দেশীয় মাছ এবং স্থানীয় ফিসারীর কিছু পাঙ্গাস ও বাংলা মাছ বাজারে রয়েছে। তবে বাজারগুলোতে আমদানিকৃত মাছের তুলনায় ক্রেতা অনেক কম। স্থানীয় বাজারে ছোট সাইজের বাংলা মাছ প্রতি কেজি ২০০-২৫০ টাকা, কই ২০০-২২০ টাকা, তেলাপিয়া ১৮০-২০০ টাকা, পাঙ্গাস ১৬০-১৮০ টাকা, ছোট চিংড়ি ৮০০ টাকা, বাইম ১০০০-১২০০ টাকা ও নদীর মাছ ৫০০-৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভ্যান চালক নজরুল মিয়া বলেন, ঘন্টা খানেক যাবৎ মাছ মহালে ঘুরতেছি কিন্তুু দামের কারণে কিনতে পাচ্ছিনা।
মাছ বিক্রেতা জুয়েল রানা বলেন, আমার ৫০ কেজি মাছের মধ্যে ২৫ কেজিই রয়ে গেছে। ক্রেতার অভাবে বিক্রি করতে পারিনি। আরেক বিক্রেতা মোবারক হোসেন বলেন, মাছের বেচাবিক্রি এভাবে কমতে থাকলে ব্যবসা করে সংসার চালাবো কিভাবে?