স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহে রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি এতেশামুল আলম সভাপতিত্ব করেন। প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বৃহত্তর ময়মনসিংহ আঞ্চলিক সমন্বয়ক মোঃ রফিকুল ইসলাম রবিন।
উদ্বোধনী বক্তব্যে এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আপনাদেরকে মানুষ সম্মান করে। তারা যদি আবারো ক্ষমতায় আসতে পারে অতীতের ন্যায় আবারো ঘর থেকে ধরে নিয়ে অমানুষিক নির্যাতন করে জেল হাজতে নিয়ে যাবে। ৭ জানুয়ারীর নির্বাচন সম্পর্কে তিনি বলেন, নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে হবে। অনেকেই স্বতন্ত্র প্রার্থী হতে পারেন, তাদের পক্ষে কোন কারণে কিংবা লোভে পরে যাওয়া যাবে না। দুঃখ পাওয়ার কিছু নেই। জননেত্রী শেখ হাসিনার চেয়ে দুঃখী কেউ নেই। তিনি আরো বলেন, দেশের মানুষ আজ ভাল আছেন। সবাই ভাল থাকলেও শেখ হাসিনা ভাল নেই। ঘুমাতে গেলে তার চোখে ভেসে উঠে জাতির জনকের রক্তাক্ত লাশ। ভেসে ওঠে মায়ের কান্না।
তিনি আরো বলেন, শেখ হাসিনা বড় অসহায়। তাকে ছেড়ে কোথাও যাবেন না। শেখ হাসিনা আজ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আগামীতে ক্ষমতায় বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্র।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অধ্যক্ষ দীন ইসলাম ফখরুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঞ্চালনক রফিকুল ইসলাম রবিন, জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেদওয়ান আহমেদ শুভ্র, মোঃ আল আমিন সজিব প্রভাষক জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মাস্টার ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার প্রায় শতাধিক প্রশিক্ষার্থী অংশ নেন।