শ্যামল চৌধুরী, মোহনগঞ্জ প্রতিনিধি :
নারীপক্ষের প্রজেক্ট অধিকার এখানে এখনই (আরএইচআরএন–২)এর আওতায় মোহনগঞ্জ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে পৌরসভার টেংগাপাড়ায় তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম ও আবদুল বারী পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রজেক্ট সমন্বয়কারী নারীনেত্রী তাহমিনা ছাত্তার। তিনি তার স্বাগত বক্তব্যে প্রজেক্টের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন। মূলত কিশোর কিশোরীদের বয়ঃসন্ধি স্বাস্থ্য উন্নয়ন ও সচেতনতা সৃষ্টি, নারী অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে উদ্বুদ্ধ করা ইত্যাদি। উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে এর কর্ম এলাকা। প্রতিটি ইউনিয়নে রয়েছে এতদ্সংক্রান্ত স্হায়ী কমিটি। যেগুলো সদর কমিটির সাথে লিঁয়াজো করে কাজ করে থাকে।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন পর্যায় থেকে আগত চিকিৎসক ওয়াজিব উদ্দিন, মাঘান সিয়াধার ইউনিয়ন পরিষদ সচিব শফিকুল আলম, মোঃ কামাল উদ্দিন খান, সাংবাদিক শ্যামল চৌধুরী, শিক্ষানুরাগী মোঃ মোস্তাকিম, সুয়াইর ইউনিয়ন কমিটির সভাপতি ও ইউ পি সদস্যা নুরুন্নাহার প্রমুখ।
কিশোর কিশোরীদের অধিকার ও সুস্বাস্থ্য রক্ষায় স্ব স্ব অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।।