সাহিত্য ও সাংবাদিকতায় ময়মনসিংহ প্রেসক্লাব পদক প্রদান

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩

 স্টাফ রিপোর্টার :

ঐতিষ্যবাহী ময়মনসিংহ প্রেসক্লাব পদক ২০২০-২০২৩ প্রদান করা হয়েছে। ১২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এ পদক প্রদান করা হয়।

স্বাগত বক্তব্য ও উত্তরীয় পরিয়ে সম্মান জানিয়ে মানপত্র পাঠ ও মূর্হুমূর্হু করতালির মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে পদকপ্রাপ্তদের বরণ করে নেয়া হয় ময়মনসিংহ প্রেসক্লাবে। ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এর সভাপতিত্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী প্রধান অতিথি’র উপস্থিতিতে এ পদক তুলে দেয়া হয়।

এসময় ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাব পদক উপ কমিটির আহবায়ক ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সহ সভাপতি এজেড এম ইমামউদ্দিন মুক্তা।

পদক পেয়ে অনুভূতি ব্যক্ত করেন ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনষ্টিটিউট এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, ময়মনসিংহ প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুর রাজ্জাক, সাংবাদিক জয়নাল আবেদীন, সাংবাদিক এএইচ এম মোতালেব, সাহিত্যিক আউয়াল চৌধুরী, সাহিত্যিক মাহবুব হাসান। মানপত্র পাঠ করেন লেখক শহীদ খান ও সাংবাদিক হোসাইন শাহেদ।

উপস্থিত ছিলেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, ময়মনসিংহ প্রেসক্লাব পদক ২০২০ পেয়েছেন সাংবাদিকতায় জয়নাল আবেদীন, বাদল আচার্য্য(মরণাত্তোর) ও সাহিত্যে আব্দুল্লাহ জাহিদ,ময়মনসিংহ প্রেসক্লাব পদক ২০২১ এ সাংবাদিকতায় দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক ও মেজবাহ উদ্দিন হেলাল (মরণাত্তোর) ও সাহিত্যে আউয়াল চৌধুরী, ময়মনসিংহ প্রেসক্লাব পদক ২০২২ এ সাংবাদিকতায় মোশাররফ হোসেন ও এ এইচ এম মোতালেব, সাহিত্যে মুহাম্মদ জাফর ইকবাল এবং কৃষি শিক্ষা ও গবেষণা ড.ইয়াহিয়া মাহমুদ, ময়মনসিংহ প্রেসক্লাব পদক ২০২৩ সাংবাদিকতায় এম এস দোহা,আনোয়ারুল হাসান রুমি ও সাহিত্যে মাহবুব হাসান।