গৌরীপুর বিদ্যুৎপৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে বাকপ্রতিবন্ধী বাবাও মারা গেলেন

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৩

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ধারাকান্দি গ্রামে বিদ্যুৎপৃষ্ট মেয়ে হৃদি মনি (৮) কে বাঁচাতে গিয়ে বাকপ্রতিবন্ধী বাবা শফিকুল ইসলাম তালুকদার (৪৫) বুধবার (২৭ ডিসেম্বর/২৩) সন্ধ্যা ৫টার দিকে মারা গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল ফারুক।
নিহতের সহোদর ভাই কাঞ্চন তালুকদার জানান, তার ভাই পুকুরের পানি সেচে মাছ ধরছিলেন। পুকুরের পাড়ে পানি সেচের মটারের তারে জড়িয়ে মেয়ে হৃদি মনি এর পায়ে ক্ষত হয়ে যায়। বিদ্যুৎপৃষ্ট মেয়েকে বাঁচাতে এসে তার বাকপ্রতিবন্ধী বাবা শফিকুল ইসলাম তালুকদারও বিদ্যুৎপৃষ্ট হয়। তাদের দু’জনকেই উদ্ধার করে তাৎক্ষনিক গৌরীপুর হাসপাতালে নেয়া হয়। গৌরীপুর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মলি জানান, হাসপাতালে আনার আগেই বাবা ও মেয়ে মারা গেছে। নিহত শফিকুল ইসলাম তালুকদার উপজেলার মাওহা ইউনিয়নের ধারাকান্দি গ্রামের মৃত ইমাম হোসেন তালুকদারের পুত্র। হৃদি মনি ধারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী ছিলো।
গৌরীপুর থানার এসআই শাহি নুর বারী জানান, তারা ঘটনাস্থলে আছেন। বাবা ও মেয়ের মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় জানান, নিজস্ব সেচের মটারের লাইনের তারে জড়িয়েই বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।