ময়মনসিংহে আইইডি’র উদ্যোগে গুজব গুজব সাংবাদিকদের দু’দিনের কর্মশালা

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৩

স্টাফ রিপোর্টার : গুজব, কুতথ্য ও সাইবার বুলিং নিয়ে ময়মনসিংহে সাংবাদিকদের দুদিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় বুধবার নগরীর গ্রীন পয়েন্ট ট্রেনিং সেন্টারে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি) আয়োজিত কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমসমূহে কর্মরত ময়মনসিংহের ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
বুধবার সকালে কর্মশালার উদ্ভোধনী আয়োজনে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি অমিত রায়, আইইডি ময়মনসিংহ কেন্দ্রের ব্যবস্থাপক নূর নাহার বেগম, উন্নয়ন কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন, ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেটস এসোসিয়েশনের (ইমক্যাব) নির্বাহী সদস্য সিয়াম সারোয়ার জামিল। প্রশিক্ষক ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্পাদকমন্ডলীর সাবেক সদস্য ও দৈনিক ইত্তেফাকের জ্যেষ্ঠ প্রতিবেদক আমীর মুহাম্মদ জুয়েল। কর্মশালায় কুতথ্যের বিস্তার, সংবাদে সংবেদনশীলতা ও ফ্যাক্ট চেকিং টুলসসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।