স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে ন্যাশনাল ভলান্টিয়ার এওয়ার্ড সার্টিফিকেট বিতরন ২০২৩ অনুষ্ঠিত। ময়মনসিংহ যুব ফোরামের আয়োজনে ও ভিএসও বাংলাদেশ এর সহযোগীতায় ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে দিগারকান্দা শাপলা ট্রেনিং ও রিসোর্স সেন্টারে ন্যাশনাল ভলান্টিয়ার এওয়ার্ড সার্টিফিকেট বিতরন করেন প্রধান অতিথি ময়মনসিংহ যুব উন্নয়ন উপ-পরিচালক হারুন অর রশিদ ।
এ সময় ভিএসও বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার মো: শফিকুর রহমান, এডাব ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও তৃনমুল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার ফারুক আহমেদ, ন্যাশনাল ভলান্টিয়ার মোঃ রফিকুল ইসলাম সোহেল, যুব এগ্রিমেন্ট অফিসার মারিয়া আক্তার অনিন্দা, সাদমিন ইসলাম প্রভা। ভিএসও বিভিন্ন ক্যাটাগরিতে ময়মনসিংহ বিভাগের ৪ টি জেলার ৭ জনকে ন্যাশনাল ভলান্টিয়ার এওয়ার্ড সার্টিফিকেট বিতরন করেন । প্রধান অতিথি সার্টিফিকেট বিতরনপূর্ব তার বক্তব্যে বলেন যুবসমাজকে মাদক, বাল্যবিবাহ, দূর্নীতির বিরুদ্ধে দুরে থাকতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে । এই কাজগুলো ব্যাক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কেউ না করতে পারে তা ঐক্যবদ্ধভাবে এসব কাজ করতে হবে যুব সমাজকে। আপনারা যারা ভিএসও বাংলাদেশের সাথে জড়িত হয়ে কাজ করছেন তারা যুব উন্নয়নের প্রশিক্ষনের মাধ্যমে নিজেকে গড়ে তুলার আহবান জানান ও যাদের বয়স ১৮ থেকে ৩৫ বছর তারা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে গড়ে তুলুন দেশের উন্নয়নে ভূমিকা রাখুন। প্রশিক্ষিত একজন কর্মী কখনো বেকার থাকেনা । ভিএসও বাংলাদেশ স্বাধীনতার পর ১৯৭৪ সালে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান। সেচ্ছাসেবক হিসেবে তৈরী করতে ভিএসও বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।