ত্রিশালে চোর শনাক্ত করায় একই পরিবারের চারজনকে কুপিয়ে আহত

পুলিশ আসামি না ধরায় সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী পরিবার

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৪

ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি :
ত্রিশালে অটো রিকশা চোরকে শনাক্ত করিয়ে দেওয়ায় একই পরিবারের চাজনকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসী বাহিনী। আসামী প্রকাশ্যে ঘুরাফেরা করলেও পুলিশ আসামী না ধরায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

সোমবার সকালে ভুক্তভোগী পরিবার এ ঘটার প্রতিকার চেয়ে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের সদস্য আরফান আলী খান বলেন, উপজেলা ধানীখোলা ইউনিয়নে দক্ষিন ভাটিপাড়া এলাকায় গত জানুয়ারী মাসের ৩১ তারিখ রাতে অটো চোরকে শনাক্ত করিয়ে দিলে সন্ত্রাসী বিপ্লব মিয়া, জুয়েল মিয়া, ইমরান মিয়া, নাহিদ, সুমন মিয়া ও রাকিব আমার বসত বাড়িতে দা, লোহার রড, লাঠি- সোটা নিয়ে হামলা চালিয়ে আমার পরিবারের চার সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে। এখনো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আমার ভাই মজনুর স্ত্রী জোসনা আক্তার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় গত ফেব্রুয়ারী মাসের ৪ তারিখ আমি বাদী হয়ে ত্রিশাল থানায় এ আসামীগুলোর নাম উল্লেখ্য করে মামলা দিলেও এত দিন পেরিয়ে গেলেও আসামী প্রকাশ্যে ঘুড়াফেরা করলেও পুলিশ তাদের ধরছেনা। আমার পরিবারের উপর বিবাদীর লোকজন প্রতিনিয়তই মেরে ফেলার হুমকী দিচ্ছে। আমরা গরীব মানুষ কাজ করে খাই তাদের হুমকীতে আমরা আতংকে দিন পাড় করছি।

তিনি আরও বলেন, এ ঘটনায় গত ২৯ ফেব্রুয়ারী আমার ভাই হামিদুলের ছেলে ছোটন আহমেদকে বাজার থেকে সন্ত্রাসী বাহিনী ধরে নিয়ে মারপিট করে। ছোটন নাসিরাবাদ কলেজে পড়াশোনা করে। সে তাদের ভয়ে ঠিকমত কলেজেও যেতে পারছেনা। এ বিষয়টি পুলিশকে জানালেও তারা কোন ব্যবস্থা নিচ্ছেনা। উল্টো বিবাদী মামলা তুলে নিবার জন্য হুমকী দিচ্ছে। আমরা কাজ-কর্ম করলে পরিবার খেতে পারে। এখন নিয়মিত কাজ কর্মও করতে পারছিনা। এ ঘটনায় আমারা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। আমরা যাতে সঠিক বিচার পাই।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে পারবোনা। আমার এ বিষয়ে জানানাই। মামলা কার কাছে আছে তা জেনে পরে বলতে পারবো।