ফুলবাড়িয়ার কেশরগঞ্জে শাফি ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২২

ফুলবাড়িয়া ( ময়মনসিংহ)  প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা  সঠিক রোগ নিয়ন্ত্রণে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রোগ নির্ণয়ে আধুনিক যন্ত্রপাতির সম্বানয়ে কেশরগঞ্জ বাজার শাফি ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্র বার বাদ জুম্মা কেশেরগঞ্জ টু শিবগঞ্জ বাজার রাস্তায় সুইচ গেট সংলগ্ন স্থানে শাফি ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন কেশেরগঞ্জ বাজার সমিতির সভাপতি মোঃ আব্দুল খালেক, শাপলা পলাশীহাটা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ এ কে এম শামসুর রহমান, পলাশীহাটা দাখিল মাদ্রাসার সুপার মৌঃমোঃ খোরশেদ আলম, বীরমুক্তিযোদ্ধা মোঃ নূরুল  ইসলাম  ফুলবাড়ীয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাকির আহমেদ খান,  মিতালী নাট্য সংস্থার সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা মোঃ সাদ্দান খান এর পিতা মোঃ জিন্না আলী খান,দৈনিক সমকাল এর উপজেলা প্রতিনিধি  সাংবাদিক কবির উদ্দিন সরকার হারুন, ভোরের কাগজ এর উপজেলা প্রতিনিধি হাফিজুল ইসলাম স্বপন, মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি মোঃ শামীম আহমেদ নিলু, ফলিয়ার খাল পানি ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক আবু রায়হান রিপন,  সফল ফল চাষী মোঃ আয়ুব আলী প্রমূখ।

 

শাফি ডায়াগনস্টিক সেন্টার এর প্রতিষ্ঠাতা সিঙ্গাপুর প্রবাসি মোঃ সাদ্দাম খান বলেন , ব্যবসায়ী নয় , সেবার করার মন মানসিকতা নিযে  এটি  প্রতিষ্ঠা করা হয়েছে। গ্রামাঞ্জলের সাধারন মানুষ যেন স্বল্প মূল্য স্বাস্থ্য সেবা পায় সেই দিকেই বেশী নজর দেওয়া হচ্ছে।