স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে নগরীর পটগুদাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।
পরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাসের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেনের নেতৃত্বে রেঞ্জের কর্মকর্তা বৃন্দ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামানের (পিপিএম সেবা) নেতৃত্বে পুলিশ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, জেলা প্রশাসকের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানের নেতৃত্বে জেলা পরিষদ, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আশিফ হোসেন ডন এর নেতৃত্বে কাউন্সিলর বৃন্দ ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ, মহানগর আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেনী পেশার মানুষ পুস্পস্তবক অর্পণ করেন।
সকাল ৮টায় রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, সম্মিলিত কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে কুচকাওয়াচ উদ্বোধন করেন বিভাগীয় কমিশণার মোঃ শফিকুর রেজা বিশ্বাস ও অতিরিক্ত রেঞ্জ ডিআইজি (ভারপ্রাপ্ত ডিআইজি) শাহ আবিদ হোসেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ও পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান সাথে ছিলেন। কুচকাওয়াচ উপভোগ করেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ জহিরুল হক, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের লোকজন। পরে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।