বিদ্যালয় ভিত্তিক অগ্নিকান্ড ও উদ্ধারকাজ বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
এনজিও ফোরাম ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের যৌথ আয়োজনে
স্টাফ রিপোর্টার : বাংলাদেশে স্থিতিস্থাপক, অন্তর্ভুক্তিমূলক এবং উদ্ভাবনী শহর প্রকল্প-২ (রেজিলিয়েন্ট, ইনক্লুসিভ এন্ড ইনোভেটিভ সিটি’স ইন বাংলাদেশ প্রকল্প-॥) এর আওতায় বিদ্যালয় ভিত্তিক অগ্নিকান্ড ও উদ্ধারকাজ বিষয়ক সচেতনতামূলক মহড়া-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এবং ময়মনসিংহ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের যৌথ আয়োজনে ২৩ জুন বৃহস্পতিবার ময়মনসিংহ নগরীর নওমহল সানফ্লায়ার আইডিয়াল হাই স্কুলে মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে চলাকালে ও বাসাবাড়ীতে থাকা অবস্থায় অগ্নিকান্ড, ভুমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে কিভাবে নিজে বাঁচানো, আগুন নিভানো এবং উদ্ধার তৎপরতা করতে হয় তা ফায়ার সার্ভিস কর্মী এবং এনজিও ফোরামের সেচ্ছাসেবী কর্মীরা প্রত্যেক্ষ ভাবে উপস্থিত মানুষের মাঝে উপস্থাপন করে।
অগ্নিকান্ড ও উদ্ধারকাজ বিষয়ক সচেতনতামূলক মহড়াকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোঃ তাজুল আলম, ১০,১১,১২ নং ওয়ার্ড কাউন্সিলর রোকসানা শিরিন, ময়মনসিংহ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মোমেন মুর্শেদ, সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আতিকুর রহমান, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর আব্দুল বাকী, সিনিয়র প্রকল্প কর্মকর্তা মাখফুর রহমান, প্রকল্প কর্মকর্তা মেহেদী হাসান দিদার সহ ফায়ার সার্ভিস কর্মী, সেচ্ছাসেবক, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, এলাকার সকল শ্রেণীর লোকজন।