হালুয়াঘাট বনভোজনের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-১, আহত ১০

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৩

এম.এ খালেক হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে মর্মান্তিক সড়ক দূর্ঘনায় একজন নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে শ্রীপুর মাওনা থেকে আনন্দ ভ্রমনের উদ্দেশ্যে যাত্রীবোঝাই একটি গাড়ী ময়মনসিংহের হালুয়াঘাট গাবরাখালী গারো পাড়ার পর্যটন কেন্দ্রে আসার পথে হালুয়াঘাট উপজেলার সরচাপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ভ্যান চালকের উপর ধাক্কা দেয়

। বাসের চাপে গুরুতর আহত হন ভ্যান চালক আলামিন। পরে গুরুতর আহতবস্থায় আলামিনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। সরচাপুর গ্রামের সাবেদ আলীর পুত্র নিহত আলামিন (২৮) ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ আরিয়ে বাসটি প্রথমে ভ্যান চালকেরব উপর ধাক্কা দেয়, পরে পাশে থাকা একটি বৈদ্যুতিক খুটিতে ধাক্কা দিয়ে খুঁটিটি ভেঙ্গে ফেলে। তাতে বাসের সামনের অংশ ভেঙ্গে যায়।
এ সময় বাসের ১০ জনের বেশী যাত্রী আহতের ঘটনা ঘটে। খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।