ফুলবাড়িয়া চেয়ারম্যান পদে উপ নির্বাচন মঙ্গলবার
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ২০ অক্টোবর মঙ্গলবার ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের উপ নির্বাচন । উপ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বালিয়ান ইউনিয়নে ভোটার সংখ্যা ২৭,৪০৪ জন। ১০ টি ভোট কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৭৭ টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান পদে মো. মফিজ উদ্দিন মন্ডল (নৌকা), বিএনপি মনোনিত মিজানুর রহমান পলাশ (ধানের শীষ), জাসদ মো. আল আমিন (মশাল) শামিমা খাতুন (আনারস), শফিকুল আলম (চশমা), আবু মুসা (ঘুড়া) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠ ও সুন্দর রাখতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ন কেন্দ্র গুলোতে বাড়তি আইনশৃঙ্খলবাহিনীর থাকবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল জানায়, ভোট কেন্দ্র গুলোতে সকালে ব্যালট পেপার পৌছানো হবে। ৫ জন ম্যাজিস্ট্রেটসহ বিপুল পরিমান আইনশৃঙ্খলবাহিনী থাকবে ভোট কেন্দ্র গুলোতে।