ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেল জয়ী
সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল সা: সম্পাদক আবুল কালাম
প্রান্তোষ চন্দ্র দে : সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মো: আবুল কালাম (ফুলপুর)। ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে ১৫ পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ৯টি গুরুত্বপূর্ন পদে আওয়ামী সমর্থিত প্যানেল জয় পেয়েছেন। ৬টি তে বিএনপি সমর্থিত আইনজীবীরা বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে জয়ীরা হলেন সভাপতি মো: মোয়াজ্জেম হোসেন বাবুল (৪৫৭)ভোট, সাধারণ সম্পাদক মো: আবুল কালাম (৪৫৭) ভোট, সহ-সভাপতি মো:আব্দুল বারেক (ত্রিশাল) (৪৬৫) ভোট, সহ-সম্পাদক মো: শহীদুল্লা সিরাজ (৪৫৩) ভোট, মো: মাহবুব আজাদ খান (৩৯৮)ভোট, সদস্য মো: সাজ্জাদুর রহমান (৪০৪) ভোট লটারী, মো: জহিরুল ইসলাম ভূইয়া নয়ন (৪১৯) ভোট, মো: রেওজানুল হক সুমন (৪৪৪) ভোট, প্রান্থ রাউত উৎস (৪২৭) ভোট, বিএনপি সমর্থিত সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের বিজয়ীরা হলেন-সহ সভাপতি মো. মোখলেছুর রহমান কেনান (৪২১)ভোট, সহ-সম্পাদক মো: আবুল কালাম আজাদ (৪১২) ভোট, অডিটর মো: ওবায়েদুল হক শোভন (৪২৯) ভোট সদস্য-শাহনাজ বেগম (৪০৭) ভোট, মো: সেলিম মিয়া (৪২৩) ভোট, তাজকেয়াতুল জান্নাত (৪১৩) ভোট।
২৯ জানুয়ারী রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। ৯৪৪ ভোটারের মধ্যে ৮৭৪ জন ভোট প্রদান করেন। সোমবার সকালে জেলা আইনজীবী সমিতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবনে বেসরকারিভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন সহকারী প্রিসাইডিং অফিসার এমদাদুল হক মিল্লাত। মো. নুরুল হক সভাপতি প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩৯২ ভোট। সাধারণ সম্পাদক পদে এস আই এম মনজুরুল হক বাচ্ছু প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছেন ৩৮৩ ভোট। অডিটর পদে মো. আবদুল্লা আমির খসরু প্রতিদ্বন্দ্বীতা করে পেয়েছেন ৪১০ ভোট।