শাহ্ আলম ভূঁইয়া, প্রধান প্রতিবেদক, নান্দাইল আঞ্চলিক অফিস :
ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামিলীগ মনোনীত প্রার্থী (সাবেক চেয়ারম্যান) মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া( নৌকা)। তিনি ৮৫৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ বজলুর রহমান (আনারস ) পেয়েছেন ৩১৩৩ ভোট।
অপর দিকে কফিল উদ্দিন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৪১ ভোট, হারুন অর রশিদ মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪২ ভোট। শেরপুর ইউনিয়ন উপ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) শেরপুর ইউনিয়নের উপ-নির্বাচন সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ৪৬ টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে
উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ফখরুজ্জামান জানান।
উল্লেখ্য, গত ১৮ আগষ্ট শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান সোরহাব উদ্দিন মন্ডল মৃত্যুবরণ করেন। এতে চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।