ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ সংবাদদাতা :
ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জুবের আলম কবীর রুপককে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
গত ১৬ আগস্ট আঠারবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেনের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শুণ্য হয়। শুণ্য পদে জুবের আলম কবীর রুপক (নৌকা) আমিনুল ইসলাম খান মনি (ধানের শীষ) মিজানুর রহমান (আনারস) জসিম উদ্দিন (চশমা) ও আবুল কালাম (মোটর সাইকেল) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে জুবের আলম কবীর রুপক (নৗকা) ৪ হাজার ৮শ ৪৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন (চশমা) পেয়েছেন ৪ হাজর ৬শ ৯৩ ভোট। অপর প্রার্থী মিজানুর রহমান (আনারস) ৪ হাজার ৬শ ৮৫, আমিনুল ইসলাম খান মনি (ধানের শীষ) ২ হাজার ১শ৭৪ ও আবুল কালাম (মোটর সাইকেল) ১ হাজার ৯শ ৮৮ ভোট পেয়েছেন।
১২টি কেন্দ্রে ২৭ হাজার ৬শ ৬৭ ভোটের মধ্যে কাস্টিং ভোটের সংখ্যা হলো ১৮ হাজার ৩শ ৮৫। এছাড়াও মগটুলা ইউনিয়নের ৭নং সাধারণ ওয়ার্ডে সেলিম মিয়া (মোরগ) প্রতীকে ৬শ ৪৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা রিটার্নিং অফিসার হাসান মো. ইমরান।