গফরগাঁও ( ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁওয়ে কুকুরের কামড়ে শিশু, নারী, বৃদ্ধসহ ১৬ জন আহত হয়েছেন।
সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চরআলগী ইউনিয়নের চরমছলন্দ কাচারীপাড়া, কান্দাপাড়া, মদি পাড়া, মড়লপাড়া, নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। হাসপাতালে জলাতঙ্ক রোগের প্রতিষেধক না থাকায় আহত ব্যক্তিরা বিপাকে পড়েছেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, কমপক্ষে দুইটি কুকুরের কামড়ে চরমছলন্দ বাজার এলাকার বাবুল মিয়া (৩৫), কালু (৮), ফারুক (১২), ইলিমা (১২), চরমছলন্দ কান্দাপাড়ার রিফাত (৩), মোখলেছ (৪),চরমছলন্দ শেখ রাসেল একতা বাজার এলাকার নাছিমা আক্তার (২৮), চরমছলন্দ মড়লপাড়ার তাওহীদ (৭), ছায়েম (৪) মরিয়ম(২), মুঞ্জুর (৫৫),রবি (১৭),চরমছলন্দ মদি পাড়ার ঝরনা বেগম (৪৫), চরমছলন্দ কাচারীপাড়া রাজিয়া বেগম (৬০), তরিকুল ইসলাম, মমিন (২৭) আহত হয়।
এদিকে হাসপাতালে কুকড়ের কামড়ের ভ্যাকসিন না থাকায় আহত রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে । এলাকাবাসী রাস্তার মোড়ে মোড়ে লাঠি নিয়ে পাহারা দিচ্ছে ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইনুদ্দিন খাঁন মানিক বলেন, আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, উপজেলা পর্যায়ে ভ্যাকসিন সরবারহ না থাকায়, কুকুড়ের কামড়ে আক্রান্ত রোগীদের বাইরের ফার্মেসী থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হবে।